প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগ কাটিয়ে অবশেষে চলতি বছর পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা। আসলে শুরুর দিকে বর্ষা দেরি করে প্রবেশ করায়, বিদায় নিতেও তাই বেশ সময় নিয়েছে। আর এবার পালা শীতের। এইমুহুর্তে হেমন্তের মনোরম আবহাওয়ায় গা ভাসাচ্ছে আট থেকে আশি। ভোরবেলায় ঘাসের পাতায় খানিক দেখা মিলছে কুয়াশার। তবে শীতপ্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন, নভেম্বর তো পড়তে চলল, কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে?
শীত নিয়ে কী বলছে মৌসম ভবন? | Winter In South Bengal |
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এ বছর দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি হয়েছে। অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ৮ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। তাই আশঙ্কা করা যাচ্ছে শীতও এবার জাঁকিয়ে পড়তে পারে। এদিকে কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ডানার আগমন ঘটেছিল। যার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। দুর্যোগ কেটেছে গত শনিবার থেকে। এখন জেলায় জেলায় মূলত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে বাতাসে সামান্য জলীয় বাষ্প থাকার কারণে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কালীপুজোয় আবহাওয়া | Kali Puja Weather
অন্যদিকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩১ অক্টোবর, কালীপুজো ও দীপাবলির দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে সেই বৃষ্টির স্থায়িত্ব সামান্য থাকবে। কিন্তু ভাই ফোঁটাতে একদম মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত একদমই নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে চারিদিকে। হালকা হালকা শীত ভাব আসতে পারে রাজ্য জুড়ে।
উত্তরবঙ্গে শীত
উত্তরবঙ্গের উত্তর অংশে ইদানিং সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। তাই শীতের মজা এখনই নেওয়া শুরু করে দিয়েছে সেখানকার স্থানীয়রা। হালকা চাদরও বেরিয়ে পড়েছে আলমারি-তোরঙ্গ থেকে। কালিম্পং ছাড়া বাকি সব জায়গাতেই এখন রীতিমতো শীত পড়েই গিয়েছে। আগামী কয়েকদিনে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে সেখানে তাপমাত্রা আরও নামতে পারে বলে মনে করা হচ্ছে।