প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা জ্যৈষ্ঠ মাসে প্রাক বর্ষার (Weather Update) মরশুম তৈরি হয়েছে রাজ্য। দিন রাত বৃষ্টির জেরে ভাসছে বাংলার জেলাগুলি। আজও সকাল থেকে মেঘলা আকাশ শহরে। ভ্যাপসা গরমে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে ঝেঁপে বৃষ্টি নামছে যখন তখন। এর মাঝেই হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে একটানা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলা জুড়ে। শুক্রবার বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে।
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামী দু-তিনদিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। যার ফলে খুব শীঘ্রই বর্ষা ঢুকে পড়তে পারে সিকিমে। অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। তবে এই সিস্টেমটি এখন দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের উপদ্রব বেড়েছে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আজও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরেই উপকূলীয় এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। তাই দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আজ থেকে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: প্রকৃতির রোষের মুখে পাকিস্তান! ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে আজ। দার্জিলিং থেকে মালদহ, সবজেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের দু এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এছাড়াও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |