প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে পারদ। সঙ্গে হালকা কনকনে হাওয়াও বইছিল। তাতেই সকলের মনে আশা জেগেছে যে জানুয়ারির শেষ দিকেই এবার জমিয়ে নামবে শীত। এদিকে আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কিন্তু তাতে এবার সেই আশায় জল ঢেলে দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর বিশেষ সম্ভাবনা নেই। বরং ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর তার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। জানা গিয়েছে আজ উত্তর-পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিতে চলেছে। তার বদলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি থেকে। সেই সঙ্গে সঙ্গে আবারও ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। তার জেরে শীত বাধাপ্রাপ্তই হবে। যার ফলে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
জানা গিয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। কিন্তু বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। তবে গত সপ্তাহের মতো এই সপ্তাহে ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এমনকি রাতের দিকে এই দুই জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বুধবারের পর জেলাগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে। চলতি সপ্তাহেও উত্তরবঙ্গের জেলায় জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |