শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস। ঘন কুয়াশায় ঢেকে গেল কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গের একের পর এক জেলা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই আবার বাংলার বেশ কিছু জেলার উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের একবার নতুন করে ১ থেকে ২ ডিগ্রি অবধি বাড়তে চলেছে বাংলার পারদ বলে খবর। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather |
শনিবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে শুরু করেছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা আরও কমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়বে, শৈত্যপ্রবাহ কমবে। দক্ষিণবঙ্গেও বাড়বে পূবালী হাওয়া।
আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যদিও আজ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, নদীয়া, উত্তর ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather |
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে বলে খবর। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে কুয়াশার প্রকোপ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এবং তাপমাত্রা কিছুটা বাড়বে। এদিকে মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তুষারপাত হতে পারে দার্জিলিঙের একটি বা দুটি অংশে।