শ্বেতা মিত্র, কলকাতাঃ কালিম্পংকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের (South Bengal) পুরুলিয়া। যেখানে কালিম্পং-এর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস সেখানে পুরুলিয়া জেলার তাপমাত্রা ৯ ডিগ্রি রেকর্ড করা হল মঙ্গলবার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে বিগত কিছু সময়ে ধরে বাংলায় শীতের আসা যাওয়ার খেলা শুরু হয়েছে। কয়েকদিন ঠান্ডা থাকার পর নিত্য নতুন নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝা এসে সবকিছুর আনন্দে জল ঢেলে দিচ্ছে কার্যত। ভোরের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকছে। সেইসঙ্গে শীতেরও ব্যাটিং চলছে। যদিও বেলা বাড়তে না বাড়তে যে কে সেই অবস্থা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন করে ১০ জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। যাইহোক, আজ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather |
সকালের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বাংলায়। সেইসঙ্গে ঘন কুয়াশা তো রয়েইছেই। আজ যেমন ঘন কুয়াশার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।
এছাড়া শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। যদিও বুধবারের পর থেকে ফের একবার শহরের পারদ কমতে শুরু করবে। সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather |
আজ আবার উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।
আগামীকালের আবহাওয়া | Tomorrow’s Weather |
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ বুধবারের আবহাওয়া সম্পর্কে। বুধবার উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
‘মোকাবিলা করার জন্য প্রস্তুত’, চ্যাম্পিয়নস ট্রফির আগে শামির ফিটনেস নিয়ে সুখবর