প্রভাব শুরু ঘূর্ণিঝড়ের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় তুমুল বৃষ্টি! আজকের আবহাওয়া

Published on:

south bengal todays weather cyclone dana

শ্বেতা মিত্র, কলকাতাঃ আসন্ন ঘূর্ণিঝড় ‘ডানা’-র আতঙ্কে কাঁপছেন বাংলা ও ওড়িশার মানুষ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় দানা দুই দিনের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। এ সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে। একের পর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে এই ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এদিকে আছে কি বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ বুধবার বিশেষ করে উপকূলীয়বর্তী এলাকাগুলি যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতা শহরসহ বাংলার বিভিন্ন জেলার আকাশ মুখভার হয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা

WhatsApp Community Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে আরো শক্তি বাড়াচ্ছে বলে জানা গিয়েছে। এর প্রভাবে বুধবার থেকে বঙ্গের উপকূলে হতে পারে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া উপকূলে যার প্রভাব থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত বাংলার আবহাওয়া মোটের ওপর দুর্যোগে ভরা থাকবে বলে খবর।  বাংলার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল থাকতে পারে, ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ প্রথমে আলোচনা করে নেওয়া যাক বুধবার সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টি হবে কলকাতাতেও।

এরপর বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আসল খেলা শুরু হবে। বুলেটিন অনুযাী, ২৪ অক্টোবর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়া ক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হবে। মূলত দার্জিলিং ও কালিম্পং জেলায় কখনো মাঝারি তো কখনো হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

সঙ্গে থাকুন ➥
X