ঘূর্ণিঝড় মন্থার জেরে বাংলায় দুর্যোগ! বৃষ্টি একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মরশুমে দুর্যোগের মুখে পড়তে হয়েছিল রাজ্যবাসীকে। তবে কালীপুজো এবং ভাইফোঁটায় খুব একটা বৃষ্টির (Weather Update) মুখে পড়তে হয়নি কাউকে। কিন্তু উৎসবের মরশুম প্রায় শেষ হয়ে গেলেও বৃষ্টির মরশুম এখনও শেষ হল না। জানা গিয়েছে আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হল গভীর নিম্নচাপ। আর সেই নিম্নচাপ থেকেই জন্ম হতে চলেছে ঘূর্ণিঝড় মন্থার (Cyclone Montha)। তবে কি এবার তার প্রভাব পড়তে চলেছে বাংলায়? প্রশ্ন সকলের।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজই সুস্পষ্ট হতে চলেছে নিম্নচাপ, যা রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং রবিবার গভীর নিম্নচাপ পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে জগদ্ধাত্রী পুজোয়। আগামী সোমবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু লাগোয়া সাগরে ঘূর্ণিঝড়ের সঙ্কেত দেওয়া হয়েছে। তার জেরেই রাজ্যে হবে বৃষ্টি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান ও পুরুলিয়ার আকাশে হালকা মেঘ দেখা গেলেও আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে। তার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে দুর্যোগ কেটে যাবে।

আরও পড়ুন: নির্দিষ্ট পোশাক, আইডি ছাড়া হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ! নবান্ন থেকে নিয়ম বেঁধে দিলেন মমতা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে হালকা বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও রয়েছে। তবে ঝঞ্ঝা কেটে গেলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join