রবি থেকেই নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ! জারি কড়া সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজো শেষ, কিন্তু উৎসব এখনও শেষ হতে ঢের দেরি। তার কারণ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ লেগেই রয়েছে। আর কিছুদিন পরেই আসতে চলেছে কালীপুজো। চারিদিকে প্রদীপ, মোমবাতির আলোয় পূজিত হবে মা দুর্গার আরেক রূপের। কিন্তু তার আগেই আনন্দের কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে বৃষ্টি। জানা গিয়েছে চলতি বছর, কালীপুজোর আগেই ফের দুর্যোগের ঘনঘটা শুরু হবে রাজ্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার উচ্চচাপ বলয় তৈরি হতে পারে উত্তর আন্দামান সাগরের উপর। যার প্রভাবে আগামী ২২ অক্টোবর, মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে এই নিম্নচাপ অঞ্চল ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে ২৩ এবং ২৪ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অংশে ভারী বৃষ্টিও হতে পারে। এই মুহূর্তে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করল হাওয়া অফিস। যদিও উপকূলের কাছে আপাতত মাছ ধরতে যাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

গত দু’দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে কলকাতায়। আজও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলছে শহরের একাংশে। সঙ্গে আবার ভয়ংকর মেঘের গর্জন। আর এই বৃষ্টিভেজা আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের জানিয়েছে যে, আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি করা হয়নি। এরপর সোমবার থেকে পর পর তিন দিন শুকনো আবহাওয়া থাকতে পারে। এবং আগামী বৃহস্পতিবার থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি আবার বাড়তে পারে জেলায় জেলায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া শুষ্ক এবং মনোরম হতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির পরিমাণ বাড়লেও বাড়তে পারে। কিন্তু পাহাড়ের নিচের দিকের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group