বিপুল বৃষ্টি ঘাটতি দক্ষিণবঙ্গে, কালবৈশাখী কবে? পূর্বাভাস আবহাওয়া দফতরের

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেখা মিলছে না বৃষ্টির (Weather Update)। এদিকে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি পেয়ে বজ্রগর্ভ মেঘ তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালও বৃষ্টির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আবহাওয়ায এদিকে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে পড়ছে। এমনকি আজ, শনিবার এবং আগামীকাল রবিবারও বৃষ্টির সম্ভবনা কম। আর এই বৃষ্টির ঘাটতি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টিতে অন্তত ৪৪ শতাংশ ঘাটতি রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টিতে ঘাটতি রয়েছে ১০০ শতাংশ বা তার কাছাকাছি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অন্যদিকে হাওয়া অফিসের তরফে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার সংকেত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার উপর আগামী ৮ এপ্রিল নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে রাজ্য জুড়ে। বেলা বাড়তেই রোদের তেজ বেশ বাড়ছে। জানা গিয়েছে বেলা যত বাড়বে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা দেখা যাবে। তবে মেঘের আনাগোনা থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং কাল বৃষ্টির সম্ভবনা কম। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। সমীক্ষা সূত্রে জানা গিয়েছে গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টিতে অন্তত ৪৪ শতাংশ ঘাটতি রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই তুলনায় খুব একটা বেশি বৃষ্টি হচ্ছে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবহাওয়াবিদরা মনে করছে কোনও কোনও জেলায় বৃষ্টিতে ঘাটতি রয়েছে ১০০ শতাংশ বা তার কাছাকাছি। তবে আগামী সোমবার থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর মাঝেই অবশ্য আগামী সপ্তাহে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভুলেও লটারি কাটবেন না এই ৫ রাশি! কাদের ভাগ্যে লক্ষীলাভ? দেখে নিন

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

এইমুহুর্তে উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আজ বিকেলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এবং সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group