Indiahood-nabobarsho

৪২ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, গরমে পুড়বে দক্ষিণবঙ্গের ৬ জেলা! আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরু থেকে ঝড় বৃষ্টির (Weather Update) আবহে বেশ দিন কাটছিল রাজ্যবাসীর। এ যেন এক অচেনা বৈশাখ। কিন্তু সুখের দিন এবার শেষের পথে। কারণ হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে আবারও গরম আবহাওয়া ফিরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছে। গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেখা পাওয়া যায়নি বৃষ্টির, তার উপর রোদ উঠলেই গরমে পুড়ছে শহর থেকে জেলা। রাজ্যের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি। আর এই আবহে এবার নাকি বাড়বে তাপমাত্রাও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে বর্ষার আগমন নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। এবার নাকি নির্ধারিত দিনের আগেই নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। অর্থাৎ আগামী ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তবে বঙ্গে বর্ষা নিয়ে কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। চলুন, আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

বৃষ্টি দুর্যোগ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে। সকাল থেকেই কড়া রোদের দাপট দেখা দিয়েছে। যার দরুন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামীকালও একই পরিস্থিতি থাকবে রাজ্য জুড়ে। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। জানা গিয়েছে আগামীকাল থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয় সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। তার সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বিশেষ করে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে আগামীকাল ও শনিবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকবে সেখানকার। তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বজায় থাকলেও ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই। তবে উত্তরের নীচের দিকের এলাকাগুলিতে অর্থাৎ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া হবে উইকেন্ডে।

আরও পড়ুনঃ আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ

এমনকি আগামী শনি ও রবিবার তাপপ্রবাহেরও ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group