শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather Today) থেকেই কিছুটা হলেও পারদ পতনের দাবি করেছেন হাওয়া অফিসের আধিকারিকরা। আবহাওয়া অফিস সেলসিয়াস তাপমাত্রা সামান্য হ্রাসের পূর্বাভাস দিয়েছে বটে, তবে দাবদাহ থেকে খুব একটা স্বস্তি মিলবে না সেটাও জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “আগামী দুই-এক দিনের মধ্যে সেলসিয়াস তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও খুব গরম থাকবে।” তবে নতুন মাস থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। এদিকে আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের বাংলার আবহাওয়া সে সম্পর্কে। শহর এবং দক্ষিণবঙ্গের অন্যান্য কিছু জেলার মানুষ আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তুলনামূলকভাবে আরামদায়ক আবহাওয়া অনুভব করতে পারে কারণ তাপমাত্রা আবার ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। তবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক ঘন্টায় বাংলার চারটি পশ্চিমাঞ্চলীয় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে বেশি গরম থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী দুই দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে। তবে মিলবে স্বস্তিও।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া গরম ও শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
বুধবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। গরম আবহাওয়া বিরাজ করবে। এরপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি নামবে। দেশের বেশ কয়েকটি অংশে গরমের পরিস্থিতি বিরাজ করছে। মহারাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ চলছে, অনেক জায়গায় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |