দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের চোখরাঙানি, কেমন থাকবে কলকাতা? আজকের আবহাওয়া

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস করছেন বাংলার মানুষ। তাপমাত্রা যেন কমতেই চাইছে না। মাঝেমধ্যে দমকা হাওয়া দিলেও তারপর সেই যে কে সেই অবস্থা। তবে এখানেই কিন্তু শেষ নয়, আগামী দিন আরও গরম বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পারদ চড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি অবধি। আজ সোমবার থেকে আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন জেলাগুলোতে আদ্র ও অসস্তিকর গরম অনুভব হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫-৩৭ ডিগ্রির  আশেপাশে। ফলে আজ যদি আপনার বাড়ি থেকে বেরোনোর প্ল্যান হয়ে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আজ সকাল থেকেই যেন মনে হচ্ছে সূর্য দেবতা নিজের ঝলক বেশি করে দেখাচ্ছেন। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এখন প্রশ্ন উঠছে, কবে তাপমাত্রা কমবে? ৪ এপ্রিলের পরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। যাইহোক,  আগামী দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ফলে তাৎক্ষণিকভাবে স্বস্তির কোনও সম্ভাবনা না থাকলেও, আইএমডি আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে কলকাতাও রয়েছে । যদিও এতে খুব একটা সুশার হবে বলে জোর দিয়ে দাবি করা যাচ্ছে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির পারদও চরড়িয়ে বাড়বে বলে খবর।  বেশিরভাগের জন্য তাপ সহনীয় হতে পারে, শিশু, বয়স্ক এবং পূর্বে বিদ্যমান স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলা এবং তৃষ্ণার্ত না হলেও ঘন ঘন জল পান করে হাইড্রেটেড থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group