সহেলি মিত্র, কলকাতাঃ কাঠফাটা গরমে পুড়ছে সমগ্র বাংলা। সকাল ১০টা বাজতে না বাজতে বাড়ি থেকে বেরনো যেন দায় হয়ে পড়েছে সকলের কাছে। আবহাওয়া অফিসের মতে, স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৬ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বিরাজ করবে। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ফলে বাড়ি থেকে বেরনোর হলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু মোটেও ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া সম্পর্কে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিন তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায়। এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এর পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও।
দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ’ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি অবধি।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার গরমের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। এছাড়া স্বাভাবিকের থেকে বেশি গরম থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এদিকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি জেলায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |