প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে কালবৈশাখীর দাপটে যতটা নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা, চলতি সপ্তাহে গরমের দাপট সেই তাপমাত্রা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে (Weather Update) । যদিও আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার সেই পূর্বাভাস মেনেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হল কলকাতা-সহ জেলায় জেলায়। জেলায় জেলায় গরমজনিত অস্বস্তি বেড়েছে রাজ্যে। ক্রমেই উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় একেবারে নাজেহাল অবস্থা।
গত সোমবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন শুরু হয়েছে। সঙ্গে দু’দিন ধরে চলছে ভ্যাপসা গরমের দাপট। এখনই দহনজ্বালা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে অস্বস্তি এবার আরও বাড়বে জেলায়-জেলায়। এইমুহুর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও এমন আবহাওয়া বিরাজ করবে বলে সতর্কবার্তা দিল হাওয়া অফিস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহেরও সর্তকতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি আগামী দু’তিন দিনে জ্বালাপোড়া গরমে অস্বস্তি তুঙ্গে উঠবে দক্ষিণবঙ্গে। সঙ্গে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
তবে এর মাঝেই স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে আগামী ২৬ এপ্রিল থেকে টানা দুই তিনদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ হঠাৎ কেন এমন দুরবস্থা হল KKR-র? কারণ জানলে রাগ হবে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরমে থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। অর্থাৎ সোজা কথায় উত্তরবঙ্গের পরিস্থিতি একদমই ভিন্ন। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়-জলের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনকি কোনো কোনো জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |