বৃহস্পতিবার থেকে চাঁদিফাটা গরম দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয়! বৃষ্টি হবে? আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন কালবৈশাখীর দাপট এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। স্বস্তি ফিরে পেয়েছিল বঙ্গবাসী। আর এই আবহে ফের তাপপ্রবাহের ইঙ্গিত দিল হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টি কাটিয়ে এবার ব্যাপক গরম পড়তে চলেছে রাজ্য জুড়ে। আর এই নিয়ে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আমাদের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম অনুভূত হতে চলেছে। বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে। শুধু তাই নয় কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে চলেছে ধীরে ধীরে। ইতিমধ্যেই আগামীকাল থেকে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে ৩৮ এর গণ্ডি পার করবে। এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ এর ঘর ছোঁবে।

এদিকে গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলগুলোতে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত তীব্র গরমের হলুদ সর্তকতা জারি করা রয়েছে। হাঁসফাঁস জনিত অস্বস্তি দেখা যাবে। আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুনঃ ভিডিও গেমের দৃশ্য দেখিয়ে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি! চরম মিথ্যাচার বাংলাদেশের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের থেকে একেবারে উল্টো চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। সেখানকার সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সাতদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে‌। জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥