শক্তি কমলেও থাকছে নিম্নচাপের প্রভাব! ভাসবে দক্ষিণের ৪ জেলা, আজকের আবহাওয়া

Published on:

Weather Today heavy rain in 4 districts of south bengal

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা গতকালই বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কমবে। তাহলে কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবারেও ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৪০ কিমি থেকে ৫০ কিমি পর্যন্ত বেগের ঝোড়ো হওয়া ও বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে সেভাবে সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণে বৃষ্টির পরিমাণ কিছুটা উত্তরে জারি দুর্যোগের সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া বজ্রপাত ও সর্বোচ্চ ৫০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া চলবে বলে জানা গিয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই শুরু হচ্ছে নতুন মাস জুন। তার উপর এই দিনেই পড়েছে জামাইষষ্ঠী, তাই অনেকেই শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান সাজিয়েই রেখেছেন। কিন্তু ওয়েদার রিপোর্ট না দেখলেই মুশকিলে পড়তে হতে পারে। কারণ দক্ষিণের কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥