প্রীতি পোদ্দার, কলকাতা: প্রচণ্ড গরমে একেবারে গলদঘর্ম অবস্থা বঙ্গবাসীর। দুপুরে তীব্র তাপপ্রবাহ (Weather Update) এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কুড়ে কুড়ে খাচ্ছে আট থেকে আশি সকলকেই। যদিও বা বিকেলের দিকে হালকা বৃষ্টি আবহাওয়া ক্রমশই ঠান্ডা করে দেয়। কিন্তু সেটাও সাময়িক। গতকাল সন্ধ্যায় কলকাতা সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির জেরে , তাপপ্রবাহের দাপট থেকে মিলেছে অনেকটাই স্বস্তি। তবে বৃষ্টি দুর্যোগ এখনই কাটছে না। আজও বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আর এই অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গনা, ও অসমে সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। যার দরুন বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আজও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও আবার সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। যার দরুন গতকালের তুলনায় অনেকটাই কম গরম অনুভূত হচ্ছে। আর এই আবহে আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝড়ের গতিবেগ সব জায়গায় সমান থাকবে না। কোনো কোনো জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আরও পড়ুন: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চারমিনারের সামনের বিল্ডিং, হায়দ্রাবাদে শিশু সহ পুড়ে মৃত্যু ১৭ জনের
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া।
এছাড়াও উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |