দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়! কোন কোন জেলায়? আজকের আবহাওয়া

Published on:

weather today south bengal

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন করে দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা। নিম্নচাপ দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগর নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেইসঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব তো রয়েইছেই। যার সৌজন্যে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির মাত্রা। আজ অর্থাৎ সপ্তাহের শুরুতেই ফের একবার জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আইএমডি বর্তমানে বিহার থেকে পূর্ব-পশ্চিমে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং আসামে বিস্তৃত একটি নিম্নচাপ অঞ্চলের উপর কড়া নজর রাখছে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে জেনে নেবেন ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আজ জেলায় জেলায় ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে যত বেলা গড়াবে তত আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিন মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হবে। যদিও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ২৬ জুন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ মুখ দেখিয়েই হয়ে যাবে কাজ! কোটি কোটি কর্মী ও পেনশনভোগীকে সুখবর দিল EPFO

নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, মালদায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥