প্রীতি পোদ্দার, কলকাতা: কখনো ঝিরিঝিরি, তো কখনো আবার ঝমঝমিয়ে হয়েই চলেছে বৃষ্টি (Weather Update), শরতের আকাশ জুড়ে এখন শুধু মেঘের খেলা। এদিকে পুজো সামনেই, স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে কবে থামবে এই দুর্যোগ। এদিকে মৌসুমি অক্ষরেখা এখন বিকানের, কোটা, গুণা, দামোহ্, পুরী হয়ে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকেই চলেছে। যার দরুন দিন রাত হয়েই চলেছে বৃষ্টি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে দিনভর বৃষ্টিপাত হলেও ফের এক নয়া দুর্যোগ আসতে চলেছে। বঙ্গোপসাগরের বুকে আরও একটি নয়া নিম্নচাপ বলয় তৈরি চলেছে। আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের ২ তারিখ বঙ্গোপসাগরে সেই নিম্নচাপের জন্ম হতে পারে। সেক্ষেত্রে এই নিম্নচাপ বঙ্গে খুব বেশি প্রভাব না ফেললেও এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ২, ৩ এবং ৪ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনো পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোন সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: ফের বাঙালি অত্যাচার ওড়িশায়! রাতভর বেধড়ক মারধর মুর্শিদাবাদের ৮ পরিযায়ী শ্রমিককে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির সংকেতও দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আশা করা যাচ্ছে গত সোমবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |