জামাইষষ্ঠীতে অতিভারী বৃষ্টি! ভাসবে ৫ জেলা, আজকের আবহাওয়া

Published on:

Heavy Rain Forecast in 5 districts Weather Today

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ ১লা জুন শুধুই যে ছুটির দিন তা কিন্তু নয়, বরং আজকের দিনে গোটা বাংলায় উদযাপিত হবে জামাইষষ্ঠী। এই দিনে জামাইকে পাত পেড়ে পছন্দের সমস্ত খাবার দাবার খাওয়ান শাশুড়ি মায়েরা। তবে এর জন্য জোড়ায় উপস্থিত হতে হবে শ্বশুরবাড়ি। কিন্তু তার আগে জানতে হবে কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Today)। বিগত কদিন যাবৎ যে হারে ঝড়-বৃষ্টি চলছে তাতে বেরোনোর আগে ওয়াদারের খবরটা দেখে নেওয়া একপ্রকার মাস্ট।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এসেছিল তা বাংলাদেশের দিকে সরে উত্তরের দিকে পাড়ি দিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরের বেশ কিছু জেলায় বানভাসি অবস্থা হয়েছে। আজও বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথায় কোথায়? চলুন দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এক টানা কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার পর আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই সমস্ত জেলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের দুর্যোগ শেষ হলেও উত্তরে এখনই কমছে না বিপদ। ইতিমধ্যে অতিভারী বৃষ্টির জেরে বিধস্ত হয়েছে সিকিম। তবে এবার জানা জানা যাচ্ছে আজও বজ্রপাত সহ অতিভারী বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা জেলাতেও বিক্ষপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ২রা জুন নতুন মাসের প্রথম সোমবারও কি দুর্যোগের আবহাওয়া বজায় থাকবে? এই প্রশ্ন জগতে শুরু করেছে কম বেশি সকলের মনেই। তবে আবহাওয়া দফতরের তরফ থেকে মিলেছে সুখবর, থাকছে না বৃষ্টির পূর্বাভাস। হ্যাঁ ঠিকই দেখছেন, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ ২রা জুন কোনো জেলাতেই আলাদা করে বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। তবে মিনি বর্ষা সিজেন শেষ হওয়ার সাথেই গ্রীষ্ম ফিরছে ও তাপমাত্রাও বাড়তে শুরু করেছে হু হু করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥