প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ কাটতেই ফের তীব্র দহনজ্বালা (Weather Update) শুরু হয়েছে রাজ্য জুড়ে। রীতিমত তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া একাধারে যেমন উত্তপ্ত হয়ে উঠেছে ঠিক তেমনই আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশ বেড়ে গিয়েছে। আর এই আবহে ফের ঝড় বৃষ্টির আমেজ শুরু হয়েছে জেলায় জেলায়। রাতভর ঝড় বৃষ্টি হওয়ায় তাপমাত্রাও খানিকটা কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহভর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, অক্ষয় তৃতীয়ার দিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ও উঠবে। তাই আগে থেকেই হাওয়া অফিসের তরফ থেকে ওই আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। এইমুহুর্তে গরমের পরিমাণ অনেকটাই কম রয়েছে। তবে বৃষ্টির মেজাজ কাটলেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
মূলত উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের পূর্বভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ প্রিয়জনকে এভাবে জানান অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, খুশি হবেই হবে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবারও উত্তরবঙ্গেরুএকাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া। জানা গিয়েছে ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন ওই তিনটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আবার ঝোড়ো হাওয়াও বইবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে ৩০-৪০ কিমির মতো থাকবে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। আগামী শুক্রবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |