কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি! শনিতে কোন কোন জেলায় দুর্যোগ? আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। কখনও রোদের দেখা মিলছে তো কখনও আবার মেঘে ঢেকে যাচ্ছে (Weather Update)। সঙ্গে আবার অল্প-বিস্তর হাওয়া বইছে। কিন্তু গত ১ সপ্তাহ আগে আবহাওয়ার এই রূপটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেই সময় পারদের চোখ রাঙানি এতটাই বেশি ছিল যে রীতিমত সকলে হাঁসফাঁস করছে। তবে অবশেষে স্বস্তি নিয়ে আসছে বৃষ্টি। বিকেলের পরেই গোটা রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিমধ্যেই আবার হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে অসমে রয়েছে দুটি সক্রিয় ঘূ্র্ণাবর্ত। যার মধ্যে একটি অক্ষরেখা রয়েছে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্তিসগড় থেকে কর্নাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্নাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। তার উপর আবার পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তির বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তর ভারতে। ফলস্বরূপ উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিময় আবহাওয়া। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে ঝোড়ো হাওয়ার জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় থাকবে হলুদ সতর্কতা

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সহবাসে ৫০০০, ডিভোর্স চাইলে ৪৫ লাখ! স্ত্রীর অত্যাচারের কাহিনী বয়ান ব্যাঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর ২৩ মার্চ সর্বত্র জারি থাকবে হলুদ সতর্কতা। থাকবে বৃষ্টির সম্ভাবনা। তারপর ২৭ মার্চ পর্যন্ত ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। আর কোথাও বৃষ্টি হবে না।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group