কলকাতায় লাল সতর্কতা, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাঁপবে দক্ষিণবঙ্গ! IMD-র লেটেস্ট আপডেট

Published on:

kolkata weather south bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা। ইতিমধ্যেই আসন্ন এই ঘূর্ণিঝড়ের আগে দিকে দিকের শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি, সেইসঙ্গে ঝড়। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরের বুকে তৈরী হওয়া ঘূর্ণিঝড় ডানা ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে চলেছে। আগামী কয়েক ঘন্টায় এটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে খবর। অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই জায়গায় জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। তবে বেলা যত গড়াবে আবহাওয়া ততই খারাপ হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ইতিমধ্যেই বুলেটিন জারি করেছে হাওয়া অফিস। জায়গায় জায়গায় লাল, কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ যেমন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া জেলায়। অতি ভারী বৃষ্টির জন্য যে যে জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায়।

কলকাতায় লাল সতর্কতা জারি

জানলে চমকে উঠবেন, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চরম থেকে চরমতম বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ কখন হবে বড়মার পুজো, কটার সময় অঞ্জলি? ভোগ পাবেন কী করে? জানুন সঠিক সময়ও তিথি

IMD জানিয়েছে, বিগত কয়েক ’ঘণ্টায় ‘ডানা’ ১৫ কিলোমিটার/ ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। এখন ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়টি। জানা যাচ্ছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবরের সকালের মধ্যে উড়িষ্যার ভিতরকণিকা ও ধর্মার মাঝে আছড়ে পড়বে ডানা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group