শ্বেতা মিত্র, কলকাতাঃ শনিবার সকাল সকাল মেঘলা আকাশ দেখে ঘুম ভাঙল কলকাতা শহর থেকে শুরু করে বাংলার একাধিক জেলাবাসীর। সামনেই রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সময়ে বাংলার আকাশে নতুন করে দুর্যোগের কালো মেঘ ঘনাতে শুরু করেছেন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ঠ্যালায় বাংলার মানুষের অবস্থা বেহাল হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশের উপর তৈরি হয়ে থাকা ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েক ঘণ্টায় কলকাতা শহরসহ বাংলার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ কখনো বিক্ষিপ্ত তো আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনিও কি আজে শুক্রবার বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন কেমন থাকবে সারাদিনের আবহাওয়া।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। আপাতত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি শক্তি বাড়িয়ে আগামী দিনে নিম্নচাপে পরিণত হওয়ার লক্ষণ তীব্র দেখা দিয়েছে। মহালয়া এবং তারপর দুর্গাপুজোর দিনগুলিতে বাংলার সর্বত্রই হালকা মাঝারি এবং কখনো ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটিই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার তোড়জোড় শুরু করেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে আগামীকাল শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়া বাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |