ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, দুর্যোগ কমবে কবে? জানাল আবহাওয়া দফতর

Published on:

south bengal weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গভীর রাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। প্রায় ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে ধেয়ে আসল ডানা। যার জেরে একনাগাড়ে গতকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ৷ তবে আজ বিকেল চারটের পর থেকে দুর্যোগ কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্ন উঠছে কবে থেকে কমবে এই বৃষ্টি।

৯৩ মিলিমিটার বৃষ্টি ডায়মন্ড হারবারে!

WhatsApp Community Join Now

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় ডানার প্রভাবে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ডায়মন্ড হারবারে মোট ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলাইকুন্ডায় গতকাল ৯০.৬ মিলিমিটার, সাগরদ্বীপে ৮৯.৬ মিলিমিটার এবং হলদিয়ায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সেই নিরিখে কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪২.৭ মিলিমিটার। অন্যদিকে আজও ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভোর রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ার কয়েকটি জায়গায়।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কবে?

আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলো হল দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা। সঙ্গে ঝোড়ো হওয়ার তাণ্ডব হয়েই চলেছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে আশা করা যাচ্ছে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আজকের তুলনায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

অন্যদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হতে পারে বজ্রপাত। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে আপাতত তেমন বৃষ্টি হবে না। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X