উত্তরবঙ্গের পর এবার দুর্যোগ দক্ষিণবঙ্গেও! কিছুক্ষণের মধ্যে ১১ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি

Published:

south bengal weather update
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলা। যেদিকে দু চোখ যাচ্ছে সেখানে শুধুই জল আর ধ্বংসের চিহ্ন। অক্টোবর মাস পড়ে গেলেও দুর্যোগ যেন পিছু ছাড়ার নাম নিচ্ছে না সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গের। লাগাতার কয়েকদিন উত্তরবঙ্গে ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার দক্ষিণবঙ্গেও ভালোরকম বৃষ্টি (Weather Update) নামতে চলেছে বলে এখন শোনা যাচ্ছে। আপাতত উত্তরবঙ্গ থেকে দুর্যোগের কালো মেঘ সরে গিয়েছে বলে খবর। আপাতত সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ সোমবার আবার কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের ভ্রূকুটি

এমনিতেই সকাল থেকে কালো মেঘে ঢেকে রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ। সকালে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়ে গিয়েছে। তবে আজ দুপুরের পর বা বিকেলের দিকে আরও বৃষ্টি হতে পারে কয়েক জেলায় বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর। এই নিয়ে ইতিমধ্যে দুপুরে বুলেটিন জারি করেছে হাওয়া অফিস।

বুলেটিন অনুযায়ী, কিছুক্ষণ পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, হাওড়া, কলকাতা, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। তবে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বিশেষ করে আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী টানা তিনদিন সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায় আবহাওয়া এদিন ভালো থাকবে না। বইবে ঝোড়ো হাওয়াও। টানা বৃষ্টিতে তাপমাত্রাও বেশ খানিকটা কম থাকবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন মূলত গোটা উত্তরবঙ্গেই হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join