সহেলি মিত্র, কলকাতা: মাসের প্রথমদিনই বাংলাজুড়ে তেড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাও আবার ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সাগরে একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার সৃষ্টি হয়েছে। এর জেরে আজ মঙ্গলবার ব্যাপক বৃষ্টি নামবে বাংলায়। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের ওপর অবস্থানরত নিম্নচাপ বর্তমানে উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে আবার তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুদিনের মধ্যে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুন আজকের আবহাওয়া (Weather Today)।
আরও পড়ুন: ওয়েটিং লিস্টের দিন হবে শেষ! বিশাল প্ল্যান রেলের, উপকৃত হবেন কোটি কোটি যাত্রী
এর পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর, দিল্লি, জামশেদপুর ও নিম্নচাপের কেন্দ্রস্থলের উপর দিয়ে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ থেকে নিম্নচাপের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত যা দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ৯ থেকে ৩১ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মাসের শুরুতেই অর্থাৎ আজ মঙ্গলবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে বুলেটিন জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এদিন ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারের মতো বুধবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, অতিভারী বৃষ্টি হতে পারে, হুগলি, পূর্ব মেদিনীপুক, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |