প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। কারণ গতকাল রাত থেকেই তুমুল বৃষ্টি হয়েই চলেছে শহর এবং শহরতলির বিভিন্ন স্থানে। জানা গিয়েছে আজকের মত আগামীকালও দিনভরই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে শহরজুড়ে। তবে এখনই কমবে না আর্দ্রতা জনিত ভ্যাপসা গরম।
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে উত্তর বাংলাদেশে এইমুহুর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার প্রভাবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অর্থাৎ এখনো বেশ কয়েকদিন দুর্যোগ চলবে বেশ কয়েকদিন। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের শেষ বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে বলে জানা গিয়েছে। তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে বৃহস্পতিবার থেকে খানিক কমবে বৃষ্টির দাপট।
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের নাম বাদ যাবে না! সাফ জানিয়ে দিলেন শুভেন্দু
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টির পরিমাণের দিক থেকে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। যদিও উত্তরবঙ্গে কম বৃষ্টি হচ্ছে না। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ইতিমধ্যেই তিস্তার জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ভেসে গিয়েছে দার্জিলিং-কালিম্পংয়ের রাস্তা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |