প্রীতি পোদ্দার, কলকাতা: নির্ধারিত সময়ের অনেক আগেই কেরলে পা রেখেছে বর্ষা (Weather Update)। এদিকে জ্যৈষ্ঠ মাসেই পশ্চিমবঙ্গে আগাম বর্ষার পূর্বাভাস মিলেছে। বিগত কদিন ধরেই দিনরাত যখন তখন বৃষ্টি হয়েই চলেছে রাজ্যে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের প্রভাব একদমই কাটেনি বঙ্গে। যার ফলে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। জানা যাচ্ছে আগামী সপ্তাহেও চলবে বৃষ্টি দুর্যোগ।
আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ কভার করে নিয়েছে। আশা করা যাচ্ছে পরিস্থিতি অনুকূল থাকলে, আগামী দু’দিনের পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। অন্যদিকে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে বলে মনে করা যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। মাঝে মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই।
অন্যদিকে আগামীকাল থেকে নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সুন্দরবনের নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা আছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর ও বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং শুরু করেছে। পর্যটকদের এখনই সমুদ্রে যেতে বারণ করে দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: রহস্যে মোড়া উত্তরবঙ্গের এই মহাকাল মন্দির, এখানে গেলেই ৩০ মিনিট এগিয়ে যায় সময়
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও আগামীকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু-এক জায়গায়। বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। জানা যাচ্ছে আগামী দু-তিনদিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |