প্রীতি পোদ্দার, কলকাতা: আষাঢ় শ্রাবণ পেরিয়ে গেলেও এখনও বৃষ্টি (Weather Update) দুর্যোগ কাটেনি বঙ্গে। ভাদ্রতেও যেন ভরা বর্ষার আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার অস্বস্তি বাড়ছে চড়চড়িয়ে। আর এই নিয়ে আবহাওয়া নিয়ে এক বড় আপডেট দিল হাওয়া অফিস।
এইমুহুর্তে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। যার ফলে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলেরদিকে গেছে। এবং অন্যটি পূর্ব বিহার ও আশপাশের এলাকায় গিয়েছে। আর এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অন্যদিকে রাজ্যে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। তবে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন: নবান্ন অভিযানে আহত অভয়ায় মা, নয়া নির্দেশ পুলিশি তদন্তে অসন্তুষ্ট হাইকোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কম থাকলেও উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরুদুয়ারের একটি,দুটি জায়গায় বৃষ্টি হবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জায়গায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।