ঘূর্ণিঝড় মন্থার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা! আগামীকালের আবহাওয়া

Published:

Weather Update
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টির (Weather Update) দুর্যোগ যেন কিছুতেই কাটতে চাইছে না, দক্ষিণবঙ্গসহ কলকাতার বুকে। বাদ যায়নি উত্তরবঙ্গও। তার উপর ঘূর্ণিঝড়ের দাপটে বৃষ্টির তাণ্ডব যেন আরও বেড়েছে। চারিদিকে জগদ্ধাত্রী পুজোর আমেজ, এমতাবস্থায় ভারী বৃষ্টিতে ঠাকুর দেখার আনন্দ প্রায় মাটি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠছে কবে কমবে এই বৃষ্টির আমেজ? এবার সেই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড় মন্থারের তাণ্ডবে রীতিমত তোলপাড় অবস্থা অন্ধ্রপ্রদেশে। যদিও বর্তমানে শক্তি হারিয়ে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের উপর দিয়ে আরও উত্তরে এগিয়ে দক্ষিণ ছত্তীসগঢ়ের কাছাকাছি পৌঁছোবে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস তৈরি রয়েছে। মুহূর্তের মধ্যেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের হুংকারও শোনা যাবে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর আশঙ্কাও রয়েছে। সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। তবে আগামী রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: তিনজন মিলে গণধর্ষণ! দুর্গাপুর কাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় মন্থার প্রত্যক্ষ প্রভাব না হলেও পরোক্ষ প্রভাব পড়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণের থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে চার জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামীকাল অর্থাৎ শুক্রবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলিতে ফের বাড়তে পারে জলস্তর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join