প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে বৃষ্টির দাপট কমতেই একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে অফুরন্ত জলীয় বাষ্প ঢোকার কারণে বেড়েছে ভ্যাপসা গরমের প্রকোপ। রীতিমত গলদঘর্ম অবস্থা সকলের। তবে এবার ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে চলেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে আগামী কয়েক দিন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী এই মুহূর্তে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে এক নিম্নচাপ। যা শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে ওড়িশা-বাংলার দিকে। অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকাতেও একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এ সবের জেরে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন সমুদ্রও উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হলেও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আগাম সর্তকতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: অসম থেকে কোনও নোটিশ পাইনি! মমতার দাবি উড়িয়ে জানালেন ফালাকাটার অঞ্জলি শীল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার পাশাপাশি ভ্যাপসা গরমের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আগামীকাল কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে কমবে বৃষ্টি। অন্যদিকে, ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডিগড়ে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |