বুধে দক্ষিণবঙ্গের ৪ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published on:

thunderstorm heavy rain in south bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) শক্তি যেন আরও জেগে উঠছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ডানা। মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে এই সিস্টেম পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপর উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। এর জেরে আগামী কয়েকদিন সাগর উত্তাল থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অন্যদিকে মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবর রাতে বা ২৫ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় ডানা ভূভাগে প্রবেশ করতে পারে। দাবি করা হচ্ছে, ওড়িশা পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে চলেছে এই ঝড়। স্থলভাগে আসতেই এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে। সেই সময় দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ১২০ কিমিতে পৌঁছাতে পারে। অর্থাৎ ফিরে আসতে পারে আমফান এবং আয়লার স্মৃতি।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, ঘূর্ণিঝড় ‘ডানা’- র প্রভাবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-র সম্ভাবনাও প্রবল। এদিন বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই দক্ষিণবঙ্গের এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি এই চার জেলা ছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিন তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় ডানার প্রত্যক্ষ প্রভাব উত্তরবঙ্গে না পড়লেও দার্জিলিং, কালিম্পং, মালদা এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনাও প্রবল। তবে উত্তরবঙ্গের কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group