সহেলি মিত্র, কলকাতাঃ গরম যেন পিছুই ছাড়তে চাইছে না বাংলার। কাঠফাটা গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গবাসীর। কবে এরকম আবহাওয়া থেকে মুক্তি মিলবে? উঠছে প্রশ্ন। এক কথায় অসহনীয় তাপমাত্রার সঙ্গে লড়াই করছেন কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে উত্তর বাংলাদেশের উপর আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টির ফলে ভারতে বর্ষার আগমনের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারের পর পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। তীব্র গরমের মাঝে আজ সোমবার আবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর। তাহলে চলুন জেনে নেবেন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে, সমস্ত জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের প্রভাব পড়বে। তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যদিও কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন মালদা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া জেলায়।
তাপপ্রবাহ বইবে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |