প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে নিম্নচাপ (Weather Update)। যার দরুন বিগত কয়েকদিন হালকা থেকে মাঝে বৃষ্টি হয়েই চলেছে রাজ্য জুড়ে। এমনকি উত্তর এবং দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে এখনই রেহাই নেই সাধারণ মানুষের। সব মিলিয়ে আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।
সম্প্রতি মৌসম ভবনের তরফ থেকে জানা গিয়েছে আগামী ২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে বলে কোনও অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত জানানো হয়নি। অন্যদিকে আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যবসা গরমের পরিস্থিতি বজায় থাকবে। বেলা বাড়তেই অস্বস্তি আরও চরমে উঠবে। তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে রাজ্যজুড়ে। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের ১০টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টি হবে। যার দরুন এই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ থাকতে ঘণ্টায় ৪০-৫০ কিমি।
আরও পড়ুন: DA মামলায় আইনজীবীদের পিছনে কত খরচ করল রাজ্য সরকার? হিসেব চেয়ে RTI
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |