প্রীতি পোদ্দার, কলকাতা: অতি প্রবল ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গত কয়েকদিন বেশ আতঙ্কের মধ্যে ছিল সাধারণ মানুষ। যার জেরে গত বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। অবশেষে মধ্যরাতে ওড়িশায় ল্যান্ডফল হয় ডানার। ১২০ কিমি প্রতি ঘণ্টায় তাণ্ডব ঘটায় কয়েক ঘণ্টা ধরে। তাই গতকাল অর্থাৎ শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি চলেছে। রেহাই পায়নি উত্তরবঙ্গের জেলাগুলিও।
তবে আজ অর্থাৎ শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বঙ্গবাসী। যদিও আবহাওয়া দফতর জানাচ্ছে, আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। শুধু তাই নয়, আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। যার ফলে বোঝাই যাচ্ছে কালীপুজোর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লাগাতার বৃষ্টিতে ডুবেছে কলকাতার একাধিক এলাকা। জল জমেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। পুজোর আগে এমন জলযন্ত্রনার মুখে বেজায় চিন্তায় বঙ্গবাসী।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলবে। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামীকাল দক্ষিণবঙ্গ সহ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রপাত কিংবা হালকা বৃষ্টির অল্প সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের কোথাও আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই কোনও সতর্কতাও জারি করা হয়নি। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত থাকবে এই পরিস্থিতি। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের সমতলে তাপমাত্রা কিছুটা কমলেও ফের তা বেড়ে স্বাভাবিকের কাছাকাছিতে পৌঁছে যাবে।