৪ জেলায় অত্যন্ত ভারী বৃষ্টি, বিকেলে ভয়ঙ্কর হবে পরিস্থিতি! আবহাওয়ার খবর

Published on:

West Bengal Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি (West Bengal Weather Update) রাজ্য জুড়ে। আষাঢ়ের দ্বিতীয় দিনেই গৃহপ্রবেশ বর্ষার। আবহাওয়া অনেকটাই এখন শীতল। তার উপর গতকাল সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের অঞ্চলে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

এদিকে সেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমেই শক্তি সঞ্চয় করায় এর প্রভাবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আজ বিকেলের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

নিম্নচাপের জেরে গতকাল অর্থাৎ মঙ্গলবার বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ‘লাল’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারেও দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার মরশুমে নিচু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ায় জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। এমনকি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া নিয়ে আতঙ্কে ভুগছে রাজ্যবাসী।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: কলকাতার 5 সংস্থার লাইসেন্স কাড়ল RBI! আপনার টাকা আছে? দেখুন তালিকা

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চলছে পুরোদমে। মঙ্গলবার উত্তরবঙ্গের যে অল্প অংশ বাকি ছিল সেখানে এবং গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হতে পারে।

জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥