এগিয়ে আসছে ঘূর্ণিঝড়, ভারী থেকে অতিভারী বৃষ্টির অ্যালার্ট জারি IMD-র! আবহাওয়ার খবর

Published on:

new cyclonic storm forming due to depression weather forecast

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বঙ্গে। বিকেল বেরোলেই হু হু করে নামছে তাপমাত্রা। এরই মাঝে আবহাওয়া দফতর (India Meteorological Department) ফের ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের মতো বড় দুর্যোগ আসার সম্ভাবনা জারি করেছে। একইসাথে ভারী বৃষ্টি, ঘন কুয়াশা ও তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথায় তৈরী হচ্ছে নিম্নচাপ? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবরের বিস্তারিত আপডেট।

নিম্নচাপের জেরে তৈরী হচ্ছে নয়া ঘূর্ণাবর্ত

WhatsApp Community Join Now

যেমনটা জানা যাচ্ছে, লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে তৈরী হওয়া ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় ছড়িয়ে রয়েছে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানাচ্ছে IMD।

এদিকে, আন্দামান সাগরের কেন্দ্রীয় অংশেও একটি সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান সৃষ্টি হয়েছে। যার ফলে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ অৰ্থাৎ ১৫ ডিসেম্বর এই নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে যেতে পারে বলে  আশা করা হচ্ছে। এরপর আগামী ৪৮ ঘন্টায় সিস্টেমটি তামিলনাড়ুর উপকূলের দিকে এগোবে।

ভারী বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৯শে ডিসেম্বর তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আন্দামান ও তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যার জেরে ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলের মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জানিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও কমবে তাপমাত্রা

এবছর শৈত্যপ্রবাহের কারণে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা দেশ। ব্যতিক্রম হয়নি বাংলার ক্ষেত্রেও। আজ থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস মিলেছে। ২১ তারিখের পর ফের কিছুটা তাপমাত্রার বৃদ্ধি হলেও হতে পারে।

সঙ্গে থাকুন ➥
X