প্রীতি পোদ্দার, কলকাতা: আগেই হাওয়া অফিস আভাস দিয়েছিল। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। আজ সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব পাওয়া গিয়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটু গরমও অনুভূত হচ্ছিল। তাই এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে, যার জেরেই রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে সক্ষম হয়েছে। তাই এবারের উইকেন্ড হালকা ঠান্ডায় বেশ জমে যাবে। আজ সকাল থেকেই বেশ শীতল ভাব অনুভূত হচ্ছে রাজ্য জুড়ে। আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১.২ ডিগ্রি কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। তবে সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও সবচেয়ে বেশি কুয়াশা দেখা যাবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। উত্তরঙ্গের আটটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে এদিন। পরে উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও বেশ ঘন কুয়াশা থাকবে সকালের দিকে। এর জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।