প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। এবার পালা শীতের। সাধারণত দীপাবলির সময় কিংবা তার কিছু দিন পর থেকেই দেশের সর্বত্র হালকা শীত শীত অনুভব করা যায়। তবে এ বার তেমন সম্ভাবনা খুব একটা নেই। রীতিমত গা দিয়ে ঘাম ঝরছে সকলের। বরং মৌসম ভবনের পূর্বাভাস, নভেম্বর মাসে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্তে গরমের অনুভূতি তুলনামূলক ভাবে এবার বেশিই থাকতে পারে।
শতাব্দীর উষ্ণতম অক্টোবর!
মৌসম ভবনের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর অক্টোবর মাসে যে গড় তাপমাত্রা ছিল তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। শেষ দেখা গিয়েছিল ১৯০১ সালে। তারপর এত উষ্ণ অক্টোবর দেখেনি ভারতবাসী। গত মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবে অক্টোবর মাসে গড় তাপমাত্রা থাকে ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস। ফলস্বরূপ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.২৩ ডিগ্রি বেশি। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে ধরা হচ্ছে ঘূর্ণিঝড়ের জেরে পূর্বদিক থেকে আসা বায়ু এবং পশ্চিমী ঝঞ্ঝার অভাব। শীত নিয়েও বড় আপডেট দিল মৌসম ভবন।
নভেম্বরেও মিলবে না শীতের দেখা
শীতের আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে চলতি মাসে অর্থাৎ নভেম্বরে আগামী কয়েকদিনে তাপমাত্রার গ্রাফ নিম্নমুখী হলেও শীতের আগমন এখনই হচ্ছে না বলে জানানো হচ্ছে। তবে আগামী সপ্তাহে হয়ত এই সময়ে কোনও ঘূর্ণাবর্ত সাগরে ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আকাশের মেঘ কেটে গেলেই নতুন মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোয় পারদ ক্রমশ নামতে শুরু করবে। তবে আপাতত এখন ভোরের দিকে হালকা হলেও হিমেল পরশ পাওয়া যাবে।
এদিকে উত্তরবঙ্গেও নতুন মাসে রাতের পারদ নামবে জেলায় জেলায়। সেখানেও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে তাপমাত্রা। তবে এখনই রাজ্যে শীতের আমেজ অনুভূত হবে বলে কোনও আভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। দক্ষিণে আগামী ৪ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।