নির্ধারিত সময়ের ৮ দিন আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কবে? জানাল IMD

Published on:

monsoon update

সহেলি মিত্র, কলকাতা : অপেক্ষার অবসান, অবশেষে দেশে পাকাপাকিভাবে ঢুকলো বর্ষা। দীর্ঘ ১৬ বছরের রেকর্ড ভেঙে কেরলে ঢুকলো বর্ষা। নির্ধারিত সময়ের আগেই আট দিন আগে কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায়, সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে বর্ষার স্বাভাবিক তারিখ ১লা জুন। কিন্তু এবার, বর্ষা ৮ দিন আগেই আজ ২৪ মে কেরালায় এসে পৌঁছেছে। আইএমডি নিজেই এই তথ্য দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১৬ বছরের রেকর্ড ভাঙল বর্ষা

১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বর্ষা এত তাড়াতাড়ি প্রবেশ করল কেরালায়। ভারতীয় আবহাওয়া বিভাগ ( IMD ) এর আগে ২৭শে মে নাগাদ কেরালায় বর্ষার আগমনের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু বর্ষা ৩ দিন আগেই এসে পৌঁছেছে।  রাজ্যে শেষবার এত তাড়াতাড়ি বর্ষা এসেছিল ২০০৯ এবং ২০০১ সালে। এরপর ২৩ মে রাজ্যে পৌঁছায় বর্ষা।

ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে বর্ষার আগাম আগমনের জেরে রাজ্যের বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আইএমডি। শনিবার কেরালা, উপকূলীয়-দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ২৯ মে পর্যন্ত কেরালা এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়কালে, প্রতি ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে তীব্র হাওয়া বইবে। তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশেও আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তৈরী নিম্নচাপ

দক্ষিণ কোঙ্কন উপকূলের কাছে পূর্ব-মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ২৪শে মে সকালে এটি রত্নগিরি থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ছিল। এটি পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে রত্নগিরি এবং দাপোলির মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ছারখার হবে প্রতিপক্ষ, ইস্টবেঙ্গলে ঝড় তুলতে আসছেন তিনি!

উল্লেখ্য, গত বছর, বর্ষা এসেছিল ৩০ মে দক্ষিণাঞ্চলীয় রাজ্যে। ২০২৩ সালের ৮ জুন, ২০২২ সালের ২৯ মে, ২০২১ সালের ৩ জুন, ২০২০ সালের ১ জুন, ২০১৯ সালের ৮ জুন এবং ২০১৮ সালের ২৯ মে বর্ষা কেরালায় পৌঁছেছিল। আইএমডি এপ্রিলে ২০২৫ সালের বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। এতে এল নিনো পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতীয় উপমহাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের জন্য এল নিনো দায়ী। এদিকে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে বাংলায় কবে বর্ষা ঢুকবে? সূত্রের খবর, দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের পর। এ বার তার আগেই বাংলায় বর্ষা ঢুকবে কিনা, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group