সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে দুর্যোগ যেন ইউটার্ন মেরে বাংলায় ফিরে এসেছে। আজ শনিবার যখন একদিকে উইকএন্ড, পুজোর কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বেরোবেন বলে মানুষ ভাবছেন, তখন জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ বিকেলের দিকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে হাওয়া অফিস। ইতিমধ্যে এই নিয়ে বুলেটিন অবধি জারি করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তীসগঢ়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। যদিও একেবার যে বাংলা বৃষ্টি পাবে না তাও নয়। বাড়ি থেকে বেরনোর আগে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বিকেলের দিকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলা। উল্লেখিত এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।
আপাতত বৃষ্টি চলবে দুই বঙ্গে
রবিবার ছুটির দিনেও প্রবল বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ হবে। এদিন অতি প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায়।