দক্ষিণবঙ্গ সহ কলকাতায় ৭০-৭৫ কিমি বেগে ঝড়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবার ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশই এগিয়ে আসছে। দীপাবলীর আগে ডানার ঝাপটায় লন্ডভন্ড হতে চলেছে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল। মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে ঘূর্ণিঝড় ‘ডানা’ ওড়িশার দিক থেকে মাত্র ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে। এবং ধামরা থেকে ৫২০ কিমি দূরে অবস্থান করছে পাশাপাশি সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়টি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আমফানের থেকে সামান্য দুর্বল হবে এই ঘূর্ণিঝড়

তবে গতিবেগ এর অবস্থা দেখে আশা করা যাচ্ছে আমফানের থেকে সামান্য দুর্বল হবে এই ঘূর্ণিঝড়। ২০২০ তে আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। তার থেকে এই ঘূর্ণিঝড় এর গতিবেগ হয়তো ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে। ফলে স্বস্তির খবর এটাই যে আমফানের সময় যে ভয়াবহতা দেখেছিল গোটা বাংলা, তার থেকে অনেকটা কম তাণ্ডব দেখাবে এই সাইক্লোন।

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কবে?

এছাড়াও জানা গিয়েছে, আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে। পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে। সেই সময় গতিবেগ ১২০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা, হাওড়া,হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেই সময় হাওড়া-হুগলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে ৭০ থেকে ৭৫ কিলোমিটার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই তিনটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি পাঁচটি জেলায় সতর্কতা জারি করা হয়নি। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group