প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে গোটা রাজ্যকে হালকা শীত শীত আমেজ ঘিরে রেখেছে। সকালে কুয়াশায় ঢেকে থাকে গোটা শহর। তবে এখন কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু তাই বলে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার হেরফের হবে না। আশা করা যাচ্ছে আগামী উইকএন্ড থেকেই হালকা শীতের আমেজ শুরু হবে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়বে বুধবার থেকে। তবে উত্তরের পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
শেষ আপডেট অনুযায়ী আজ দুপুরের দিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এবং এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের দিকে এর অভিমুখ থাকতে চলেছে। অপর একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবে। আপাতত বঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উপকূল এলাকায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু নভেম্বরের ১৪ বা ১৫ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। পারদ পতন হবে প্রায় ২-৩ ডিগ্রি। পশ্চিমের জেলায় এই পতনের পরিমান বেশি থাকবে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টি চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। বাকি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে। বিশেষত মালদার বিহার লাগোয়া অংশে কুয়াশার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মতই মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |