প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে বেশ স্বস্তির মধ্যে দিন কেটেছে রাজ্য বাসীর। কারণ গত কয়েকদিনের বৃষ্টির ফলে গরমের থেকে কিছুটা মুক্তি পেয়েছিল (Weather Update) রাজ্যবাসী। আবহাওয়া ছিল শীতল। তবে সেই সুখ খুব বেশিদিন স্থায়ী রইল না রাজ্যবাসীর। সপ্তাহান্তেই ফের রাজ্যে বাড়তে চলেছে ব্যাপক গরম। সঙ্গে থাকবে প্রখর সূর্যের তেজ।
গত রবিবার থেকে বৃষ্টি দুর্যোগ কেটেছে দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের থেকে নিচে দিন ও রাতের তাপমাত্রা। বুধবার থেকে লক্ষণীয় পারদ উত্থান। সপ্তাহের শেষে ফিরছে গরম। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এদিকে শুক্র- শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত। তবে এর কোনো প্রভাব বঙ্গের আবহাওয়াতে প্রভাব ফেলবে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া একদমই শুষ্ক থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়বে। এ সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত আগামী ৪-৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে ৯৩ শতাংশ।
আরও পড়ুনঃ মিটবে সমস্যা, আরও ২০টি নয়া রেক কলকাতা মেট্রোয়, চলবে কোন কোন লাইনে?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই তাপমাত্রা পরিবর্তনের পর পরবর্তী দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দিকের দুই তিন জেলাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |