শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলার পারদ হু হু করে কমতে শুরু করেছে। নভেম্বর মাসেও যে এত ঠান্ডা পড়বে, সেটা হয়তো অনেকেরই ধারণার বাইরে ছিল। নভেম্বর মাসের প্রথম দিকটায় ঘাম ঝরলেও মাঝামাঝি সময় আসতে না আসতে এক প্রকার হাড় কাঁপানো ঠান্ডায় যুবুথুবু হয়ে গিয়েছেন সকলে। উত্তরবঙ্গ তো রয়েইছেই, এর পাশাপাশি কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একের পর এক জেলার পারদ হু হু করে কমতে শুরু করেছে। জানলে আকাশ থেকে পরবেন, দক্ষিণবঙ্গের কিছু জেলার পারদ তো আবার কালিম্পং-এর ঠান্ডাকেও পিছনে ফেলে দিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ রবিবার অর্থাৎ ছুটির দিনেও যেমন কলকাতা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়ার পারদ পতন হয়েছে।
আরও কমল তাপমাত্রা
একদিকে যখন বাংলার তাপমাত্রা কমেছে তখন অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে দানা বেঁধেছে নিম্নচাপ। এটি যত সময় এগোচ্ছে ততই আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যাইহোক, আজ প্রথমেই আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। প্রথমেই আসা যাক কলকাতার কথা। এতদিন শহরের পারদ ১৮ থেকে ১৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল। কিন্তু আজ সেই সব রেকর্ড ভেঙেছে তিলোত্তমা। আজ কলকাতার পারদ নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
কালিম্পং-কে পিছনে ফেলল দক্ষিণবঙ্গের এই জেলা
কলকাতার পাশাপাশি এই মাসে তাপমাত্রা পতনের নিরিখে রেকর্ড গড়েছে আপনার, আমার সবার প্রিয় ঝাড়গ্রাম জেলা। একদিকে যখন কালিম্পং জেলার পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সেখানে আজ রবিবার ঝাড়গ্রাম জেলার পারদ নামল ১৩ ডিগ্রিতে। নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু এটাই সত্যি। যদিও আপাতত এতেই খুশি থাকতে হবে বাংলার মানুষকে। কারণ আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। এর পাশাপাশি কৃষ্ণনগরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় এবং আসানসোলে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১৫ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ব্যারাকপুরে ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা।
সাগরে তৈরি গভীর নিম্নচাপ
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে শনিবারই। তা ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার এই নিম্নচাপের শক্তি অনেকটাই বাড়তে পারে, আশঙ্কা হাওয়া অফিসের। তবে নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূল এলাকা।
আগামীকালের আবহাওয়া
সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতে নতুন করে বদলাবে বাংলার আবহাওয়া, এমনটাই খবর। আরও পারদ কমবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন সোমবার দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কুয়াশা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। চলবে ঠান্ডার দাপটও।
এদিকে দক্ষিণবঙ্গেও মূলত শুকনো আবহাওয়ার কথাই জানিয়েছে আলিপুর। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী তিন দিন।