সহেলি মিত্র, কলকাতাঃ চৈত্র মাসের শেষে রীতিমতো খেল দেখাচ্ছে বাংলার আবহাওয়া। কোথায় গরম, বরং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সেইসঙ্গে জেলায় জেলায় দাপট দেখাচ্ছে কালবৈশাখী। আপাতত বাংলায় দুর্যোগ চলবে বলে বুলেটিন জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তেও জেলায় জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তাই বাড়ি থেকে বেরনোর আগে এক নজরে জেনে নিন আবহাওয়ার (Weather Today) হাল হকিকত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার মতিগতি সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সেইসঙ্গে কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। বইবে হাওয়ার গতি থাকবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক ছুটির দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাদবাকি জেলায় বজ্রবিদ্যসহ বৃষ্টিপাত হবে সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
অন্যদিকে এদিন থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিন হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। সেই সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।