কিছুক্ষণেই ৬০ কিমিতে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি! দুর্যোগ দক্ষিণবঙ্গের ৬ জেলায়

Published on:

weather update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে এক চাপা গুমোট গরমের (Weather Update) মধ্যে দিন কাটাতে হচ্ছে রাজ্যবাসীকে। এদিকে বর্ষার আসতে এখনও ঢের দেরি। কিন্তু এইমুহুর্তে ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই নেই রাজ্যবাসীর। রীতিমত গলদঘর্ম অবস্থা। আর এই আবহে আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ সকাল থেকেই গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। রোদের তেজ খুব প্রখর না হলেও আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম রয়েই গিয়েছে। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে বিকেল গড়াতেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানা গিয়েছে।

তবে শুধু পশ্চিমের জেলাগুলিতে নয়, বাকি জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। এদিকে গতকাল রাতে কলকাতা এবং শহরতলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে এইরূপ দুর্যোগমূলক আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান, তালিকায় কারা?

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

একইভাবে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এমনকি দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশা করা হচ্ছে উত্তরবঙ্গের এমন পরিস্থিতিতে আগামী তিন দিন সেখানকার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group