জ্বালাবে পশ্চিমী ঝঞ্ঝা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published on:

south bengal weather tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর দিন যে বৃষ্টি হবে, সেটা অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর সেটাই সত্যি হল। যদিও সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার ছিল তবে মাঝে মধ্যে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আসলে উত্তর অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটা পশ্চিমী ঝঞ্ঝায় পরিণত হয়েছে। অন্যদিকে আবার ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। পাশাপাশি আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে। তাই এই বিক্ষিপ্ত বৃষ্টি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আগামীকাল অর্থাৎ নভেম্বর মাস থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন হবে বঙ্গে, এমনই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে। ভোর এবং রাতের দিকে খুব হালকা হিমের পরশ দেখা যাবে। তবে বাতাসে খানিক জলীয় বাষ্প থাকার কারণে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের প্রায় প্রতি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামীকালও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল আটটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তবে বাকি সাতটি জেলায় অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হবে না। সেখানে রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের আবহাওয়াও প্রায় একইরকম থাকবে। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। যে জেলাগুলিতে বৃষ্টি হবে আগামীকাল, সেগুলি হল দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। সেখানকার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group