প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর বৃষ্টির দুর্যোগ যেন লেগেই আছে। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি (Weather Update) এখনও বাংলার পিছু ছাড়ছে না। যার দরুন ঠান্ডাও পড়ছে না। আগে নভেম্বর পড়তে না পড়তে শীতল বাতাস বইতে শুরু করে দিত, কিন্তু এখন সেসব অতীত। শীতের জন্য ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে। তবে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে এখনও ভিজছে গোটা রাজ্য। আজও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এবার সেই বৃষ্টির দুর্যোগ ধীরে ধীরে কাটতে চলেছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় আপাতত তেমন বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে ধীরে ধীরে সব জেলাতেই বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া শুকনো হতে শুরু করবে। তারপরেই ধীরে ধীরে কমবে তাপমাত্রা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে, তার সঙ্গে মাঝে মধ্যেই রোদের ঝিলিক দেখা যাবে। তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে বৃষ্টি কমলেও বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও আবার হয়ত দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকলেও থাকতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের দমকা হাওয়া।
আরও পড়ুন: নবান্নের ট্রান্সফার নোটিসে জেরবার অফিসাররা! অসুবিধার কথা জানিয়ে চিঠি দপ্তরে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ অনেকটাই কম থাকলেও উল্টো আবহাওয়া উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি। তবে আজ সকাল থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আবহাওয়া। আশা করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য থাকবে। জানা গিয়েছে রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, আর বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।












